Tuesday, March 31, 2020

বিকাশ দাস(বিল্টু)-এর কবিতা  


বসন্ত প্রেমের অনন্ত প্রেমিক হবো  
বিকাশ দাস(বিল্টু)




একটা স্বাধীন রাজ্য গড়বো।স্বৈরাচারী নয়।-বসন্ত বিলাসী।

   প্রেমমাখা বুনো পথ ধরে গামারের বন থেকে ঝরা পাতার আওয়াজ শুনবো।মৃদু হাওয়ায় কোয়েল দোয়েল কোকিলের কাকলি-কুহুতানে বসন্ত প্রেমের অনন্ত প্রেমিক হবো। 

   শিমূল কৃষ্ণচূড়ার পাপড়ি কোঁচায় ভরে  পলাশ তলার দিকে যাব।সেখানে বসন্তরানী ময়ূরবন থেকে সুরভী ফুলের ঘ্রাণ নিয়ে আমার অপেক্ষায়--

মুঠো সুবাসের ঘ্রানে আবিররাঙা মনে ঢেলে দিব কোঁচাভরা পাপড়ি।-তুলে নিয়ে আবারও উড়িয়ে দিবো।-ঢেলা-উড়ার খেলায় গোধূলির শেষ আলোতে কবিতার সাথে কথা বলব।

পাতার গালিচার বানানো সিংহাসনে আমিই হবো রাজা।

ঘোষনা করব সর্গবে:"আজ বসন্ত।বসন্তরানী রানীর বেশে সোঁদা মাটির ঘ্রাণ নিয়ে থেকে যেতে চায় আরও কিছুদিন।থাকতে দাও।কর মুকুব।পলাশ শিমূল রোপন কর আরও।কোকিলের ভাষায় কথা বল।মুক্ত  হউক এই করদ রাজ্য।"

                    -আজ যে বসন্ত

No comments:

Post a Comment