শতানীক রায়ের কবিতা
তথাকথিত
কেউ জানে না পরাধীন অর্থে
আমাকে কোন কথা বলতে হবে
কোন দিকে যেতে হবে মধুর।
কারো কাছে বিনম্র মুগ্ধতা
তারপর লঘু জ্ঞান
পরিত্রাতার আশ্বাস
সামনে দিয়ে দরজা খুলবে
কোন মানুষগুলো খুলে যাবে
খুলে গিয়ে দূরে এক নদী
কারাগার আর প্রাণী
কেউ অপরাধ করেনি কর্নেল,
কারো মাটির জোর নেই
কী পরিহাস কী পরিহাস
এমনভাবে কর্নেলকে
দুই বার হাসতে হয়।
No comments:
Post a Comment