তপোব্রত মুখোপাধ্যায়ের কবিতা
।।দোর।।
কিছু চাওয়া একাত্ম হলে
আমরা ঘরে ফিরে আসি;
দুয়ারে দিই খিল।
তিলমাত্র চাওয়াখানি -- তবু
সেটুকুই কাছে রাখিবার বলো কি উপায় হে,
হে প্রাণসখা :
পিছন ফিরে দেখি কেউ নেই। একলা মাদুর
কেউ যেন আসবে ভেবে ক্রমে ধুলোটে
এযাবৎ খুলে রাখা বুক,
সযতন, ঢাকবার এই কি সময়?
নিতান্ত কাঙালী ঘরে দোরটুকু, হে সখা
লক্ষ্মীসাঁঝের আলপনা -- হোক সে জলের...
।।একটা মানুষ।।
ঈশ্বরের মতো
একটা মানুষ
হেঁটে রাস্তা পার করছে।
রাস্তায় জমা পিচ
উপরে কুয়াশাস্তর।
ঈশ্বরের মতো নিঃশব্দ একটা মানুষ --
...পেরিয়ে আসতে আসতে নিজের ছায়াটুকু
রাখলাম মানুষের গায়ে...
ঈশ্বরের মতো
একটা মানুষ
ঠিক কতদূর
পিছিয়ে পড়ে থাকে
রাস্তায়, কেউ
অভ্যস্ত, ফিরে দেখে না।
।। যতদূর কথা থাকে ।।
যতদূর কথা থাকে, ততখানি অপেক্ষা থাক
রসনায় জড়িত শব্দ। আগুন হয়ে উঠলে
এখনি খাক হয়ে যেত সব।
অথচ দূরত্বসীমা কাঁটাতার দেখায়,
বিকেল, কিংবা ঝরাপাতার সমার্থক --
.
গন্ধ ছড়ালে ধূপের আগুনটুকু নিভিয়ে ফেলা যাবে
শ্রদ্ধাবনতঃ,
No comments:
Post a Comment