আস্তিক্যবাদ
মিতালি চক্রবর্তী
প্রতিবারের সাধনটি বিপরীত খোঁজে
অহরাত্রি নিজেকে নিঃশেষ করে প্রদীপশিখাটির মত
প্রত্যাশা ভুলে যেতে না পারলেই সহগমনটি একাকীত্ব মেখে নেয় আবেগী আস্কারায়,
অথচ ধূপছায়ার আশেপাশে কিছুটা কল্পযাপন আশ্রিতের শরণ পেতে চায়,
আজ এখানে মেঘলা আকাশ ইচ্ছা করছে বৃষ্টি
অনেক দূরে অন্য কোথাও আলোবাসার
সৃষ্টি
ইথার বেয়ে আমার কাছে আসছে তোমার ছোঁয়া
এভাবেই প্রতিপল চলতে পারে আলোর
দেওয়া নেওয়া।
ভাবতে চাওয়ার মাঝেই কোনও একান্ত নির্জনে
একটি কবিতা জন্ম নিয়েছে একটি মনের কোণে।
প্রতিপদী চাঁদের মতো,
না বলা কথাগুলোর দমবন্ধ হয়ে আসে
অগনিত বারণের ভিড়ে
অযাচিত, কিংবা কষ্টকল্পিত
বেশ লাগলো লেখাটা।
ReplyDelete