Tuesday, March 31, 2020

লৌকিক 

অমিত দে 



ঘোরলাগা অন্ধকারে ঘটেছিল বিস্মরণ
একমুঠো ফুটফুটে ভাত আর দু’আঁজলা সুখে
দিনান্ত জেগেছে... বহুপ্রজ...
এসবের কোনও প্রিলিউড হয় না
লৌকিক লতাপাতা বনকুলের পথে
কিছু লিপির অবসর।
বৃষ্টি এসে কতদিন ধুয়েছে
ওপিঠে জমে থাকা ঘামের
নির্লিপ্ত গোপন অভিমান

আমি তো একফালি আহ্লাদকে
জানালার দৃশ্যে সঞ্জাত করেছি 

বর্ণান্ধ চোখের পরাজয় ছিল
শুধু দূরে সরে যাওয়া  

No comments:

Post a Comment