Sunday, February 2, 2020


উদয় সাহা 

|| দুটি কবিতা ||


১.সময় যাপন 


বুকে বুকে জ্বলে আগুন
মুখে মুখে ঘোরে নৈঃশব্দ
সীমান্ত শুধুই রক্ত চায়

হাতে হাতে থাকে বারুদ
চোখে চোখে স্থায়ী হিংসা
বিপ্লব শুধুই রক্ত চায়

ঠোঁটে ঠোঁটে ছোটে ভয়
পায়ে পায়ে বিভাবরী
সন্ত্রাস শুধুই রক্ত চায়

দিকে দিকে ছবি ঘৃণার
মাঠে মাঠে  কনভয়
যুদ্ধ শুধুই রক্ত চায়

জেগে থেকে কিংবা শুতে
রক্তক্ষয় যেকোনো ইস্যুতে ... 


২. ভোরের দিব্যি 

আমি শত্রুকে সূর্য ভাবি 
ভিজে চিড়ার দেশ ; ধুম 

আমাদের ভাতের থালায় রাত
শাসক মানে বিলাসজনিত ঘুম 

সর্বনাম সব ঘুচে যাক 
ভোরের নাম থাকুক গ্রামে 

জল দিয়ে লেখা হোক গান 
আমাদের ভাইয়েরা সব এক খামে  

ফাঁকা মাঠে দোল খাক শাড়ি 
সৈকতে স্বপ্নের আনাগোনা

ভেঙে যাক মূক - বধিরের ঘর  
ভুল হোক গোধূলির জাল বোনা 

এই টুকুইতো বাঁচা ---
শীতের রোদ, সাদা বকের ভ্রমণ 

আমি শত্রুকে সূর্য ভাবি   
পুব থেকে পশ্চিমে গমন   









No comments:

Post a Comment