Sunday, February 2, 2020

ভালোবেসে
রৈবতী বন্দোপাধ্যায়


তোর চোখেতে মায়া কাজল

ভালোবাসায় আঁকা,

তোর বুকেতে রঙ্গীন স্বপন
আদর সোহাগ মাখা,
কিশোর বেলার যে সব ছবি
স্মৃতির মুকুরে ভাসে
জীবন নদী বয়ে চলে
তুই তো নেই পাশে,
পুতুল খেলা ,সাঁতার কাটা
সেসব গেলে চলে,
মাথার চুলে রূপালী রেখা
সময় কথা বলে।
ভালোবেসে মনের আশায়
কাটিয়ে দিলাম দিন,
মনের খাতায় আঁকা আছে
সেই স্বপ্ন,রঙ্গীন।
আমি তো আজ ভালোই আছি
তুই পরবাসে,
এই জীবন যদি চলে যায় 
পরজীবন তো আসে।

No comments:

Post a Comment