Sunday, February 2, 2020

হয়ত 
সোমনাথ বেনিয়া



দাঁড়িয়ে থাকা সহজ নয় বলে গাছ হয়ত ছায়া দেয়
জলের উপরিতল শান্ত, বিষাদ বাতাস উদাস কোথাও
হয়ত নিয়ম, তাই কি চিলেকোঠায় দুপুর আরামপ্রিয়
প‍্যাঁচালো সিঁড়ি বেয়ে নির্জনের বিনুনি ঝোলে, কোমল
তখন‌ই ফেরিওয়ালার ডাক গলির বাঁকে কাকভোর
ইচ্ছে নিয়ে প্রেমিক মন নিষেধের রাতে দুরন্ত খেলা
এই হারিয়ে যায়, কোন হৃদয় তার চেয়ে বেশি বলো
নিজের অক্ষরের বিবৃতিসূচক বাক‍্য চাওয়া
দেখো, পরিদের যাতায়াত মেঘের নিঝুম লিপিমালা
কিছু ভুল অপরিহার্য সুগম নিশ্বাসে, পড়ন্ত বিশ্বাসে!

No comments:

Post a Comment