Sunday, February 2, 2020

মধ্য যামিনী ও অতঃপর
অর্থিতা মণ্ডল


মধ্যযামে কফিন থেকে বেরিয়ে আসে শোক
অতঃপর আপনি পানপাত্র তুলে ধরেন
এদিকে অস্থি ভেসে যাচ্ছে পুণ্যতোয়া জলে
পুড়ে যাওয়া গেরস্থালি ঠোঁটে নিয়ে কবে যেন উড়ে গেছে শকুন।
পানীয় হাতে  আপনি উন্মুক্ত আগুন হলে
চিত্রকরি গুহা নারী পবিত্র গোষ্ঠি মাতা
বহুবার ফিরে আসে সে তুমিও চুমুক দাও খুব
এভাবেই জমে ওঠে শোক বারবার জমিয়ে  রাখো অনন্ত প্রহর,
এ'এক কবর স্থান প্রাগৈতিহাসিক নিরুপায় সংকেত
আপনিই ঈশ্বর হন গুহা নারীর ভ্রূণে ঈশ্বরী রোপণ

No comments:

Post a Comment