Sunday, February 2, 2020


অন্য শিহরণ   
 ছবি ধর 


নদীর যেমন   ভাঙন  আমার  তেমন   দহন --
নদীর ওপারে   ফেলে  আশা  জমিন মাটির  দালান  
আজও  গোলাপী স্বপ্নে  হাতছানি দেয় 
পুনর্বাসনের  l

বালুচরে  বিস্তৃত  ধুঁ ধুঁ  কাশবন  মাথা  দুলিয়ে  ডাকে  l
 ঘাস  আর  হোগলার   ফাঁকে  ফাঁকে  গুটিকয় পরিযায়ী  ইয়োলো  ব্রেস্টেড বান্টিং  দানা  খোঁজে আপন মনে l
আজ বিলুপ্তের পথে  বেশ কিছু পরিযায়ী প্রজাতিও  l
দূর দূরান্ত থেকে  সাত সমুদ্র  পাড়ি দিয়ে  আসা  যেনো বৃথা উড়ান    l
 গাঙচষা পাখির  উড়তে  উড়তে মাছ শিকারের  ফন্দী  --
 রঙিন  ডানার  মোশনে  দোসরকে  প্রেম  নিবেদন --
মানিকজোড়ের  ঠোঁটে ঠোঁট  ছুঁইয়ে  রোদে গা  শুকনোর  দৃশ্যও  আজ  দুর্লভ l

ওদের  আস্তানার  জঙ্গল  কেটে  - পুড়িয়ে  চাষাবাদের  জমি করেছি  আমরাই l
ওদের স্নানের জলে  , মাছ  ধরার  বিলে  মাটি  ভরেছি  আমরাই  l
পাখিশুমারিতে  মিলেছে  টাইটান এর জীবাশ্ম --
 ওদের  হারিয়েছি  আমরাই l

একটা  সময়  ছিল  চঞ্চল  দিন  বিস্তর কথোপকথন ,
ঢেউয়ে ঢেউয়ে গড়ে তোলা সে এক  অমোঘ  শিহরণ l

No comments:

Post a Comment