Sunday, February 2, 2020

ডায়েরি 
নীলাদ্রি দেব


শ্বাস কমে আসে
শ্বাস কমে আসছে শাসকের বিষে
পতাকা ও শিবিরের নিচে আহত অনেকে
পোশাক নিয়ে মাতামাতি করতে করতে
 ভুলে আছি
      পোশাকের পর
      আলখাল্লা ও মুখোশের পর
 আমরা সবাই মানুষ

যে যে পথে মানুষের মাথা
তার দিকে চোখ তুলে আছে হল্লা রাজার সেনা
জলকামানের মুখ দিয়ে বেরিয়ে আসছে
                                       তরল গণতন্ত্র

চৌপথিগুলোকে চৌপথি ভেবো না আর 
কত কত গলি এসে মেশে
কুয়াশা জমে উঠছে শীতের প্রতিটি রাতে
মুখ নয়, জার্সি নয়, ব্যালট নয়
মানুষ বেরিয়ে আসছে
                           নিজস্ব শ্বাসের দাবিতে

No comments:

Post a Comment