Saturday, November 30, 2019



যে সব আঙুরক্ষেত 
 নীলাব্জ চক্রবর্তী



এই যে ক্যাকটাস ফুলে রেখে দেওয়া
হেমন্তকালীন ভঙ্গিটি
ভাষার বিপরীত দিকে হেঁটে গিয়ে
অসমাপ্ত
এক এলো-দুপুর
এই ভ্রম
কথার পিঠে কথা
অর্থাৎ
এই লোকাসের কাটাকুটিতে
পাখি ও কবিতার একইরকম ছায়া বারবার
সকল আঙুরক্ষেতে
গান ফুটে
ভারী বাতাসে রেখে দেওয়া
জিভ কার নতুন হয়েছে...

No comments:

Post a Comment