Saturday, November 30, 2019

মশকরা

শ্রদ্ধা চক্রবর্ত্তী

ভুল করতে করতেই তো কুঁড়ি হলো
মা ঠাকুমারা মশকরা
করেন

অথচ এদিকে জীবন নিয়ে খেলছে সব
বারুদ নিয়ে খেলছে দলে দলে মানুষজন
ধর্ম খুঁজছে সবাই
থুড়ি ধম্মো ধম্মো...
খুঁজতে খুঁজতে একটা বিরাট বড়ো নীল রং মাখা নখের গোড়ার গিয়ে যুদ্ধ বাঁধল ভালো খারাপের...

আর ঐ যে ওরা
কালো কালো রোদ্রে পোঁড়া মুখ নিয়ে হা করে পুতুল নাচ দেখছে
আগের বছর ওরা সং খেলা দেখেছিল...
আমার বয়স সবে হলো
আমাকেও সমাজের রীতি মেনে উপোস আপোস দুটোই করতে হবে...

শুধু বয়স বাড়বে মানুষ হওয়া হবে না
আদতেও কথা বলতে শিখবো না...
ঋতু পরিবর্তনের সাথে সাথে বসন্তের রঙে রঙ খেলবো খয়েরি, সবুজ, লাল এর
পাহাড়ের গায়ে ঢলে পড়বে কয়েকশ অভিযোগ
কান্না, আনন্দ
শুধু
অভাব হবে বারে বারে সাদা রঙ নামক শান্তি রঙের..

No comments:

Post a Comment