Saturday, November 30, 2019


        ভেঙে যাওয়া ছন্দ 

           সায়ন্তনী হোড় 


এখন আর অসহ্য রোদ পেরিয়ে গেলেও 
বুকের ভেতর জমানো শব্দেরা পুড়ে যায় না
শুধু দূরত্বের গায়ে একফোঁটা কালি লেগে যায়

চশমা খুলে রাখলে
রোদফুল আরো তীব্র হয়ে ওঠে,
ভেঙে যায় দেহতত্ত্বের ছন্দ 

মাকড়সার জালে উপচে পড়ছে 
কবেকার ধূসর বর্ণের ঝুল 
  আর এই ঝুল কে কিনে নিচ্ছে 
অন্ধকারের নক্ষত্রলোক ।


      নষ্ট শব্দের  ভিতর. . . 

গাছের ফুসফুসের ভেতর তছনছ হয়ে যাচ্ছে
আমাদের বসন্ত 
ঘুমন্ত কব্জি থেকে বেরিয়ে আসছে
 এক নীরব সাক্ষাৎকার 

স্মৃতির অবিরাম খনন হয়ে চলেছে মগজে
ক্রিয়াপদ খুলে রাখলে,
  নষ্ট শব্দের ফানুস ওড়ে
আর ঘেঁটে যাওয়া জীবন ড্রয়িং রুমের
 মাথা কামড়ে খাচ্ছে ,
রোমকূপে বিরতি নিচ্ছে  ঘামের অধ্যায় 
সিলিং-এ  আজও ঝুলে আছে 
তাজা গোলাপের স্তবক ।।

                                   







2 comments: