Saturday, November 30, 2019

শেডস
কুশল ইশতিয়াক 


এখন অন্ধকার দেখি, অন্ধকারের অনেকগুলো চেহারা হয়

একটার সাথে একটার খুব বেশি মিল নাই
তাপমাত্রা ও গন্ধ দিয়ে
সহজে আলাদা করা যায়

সবচেয়ে কাছের অন্ধকারটা, যেটা থাকে সবচেয়ে দূরে,
কদাচিৎ দেখি― সাবকনশাসের সবচেয়ে গোপন দরজাটা যখন খুলি

মধ্যরাত্রির মতো সেও কিছুটা এলোমেলো, তবে
এতো এতো অন্ধকারের ভিড়ে―
তাকে আলাদা চিনতে কখনো ভুল হয় না আমার

হু হু করে সে কাঁদে। কেন কাঁদে? আপন কেউ নাই তার?

অথবা হবে হয়তো আমিই তার একমাত্র অন্ধকার

No comments:

Post a Comment