Saturday, November 30, 2019



বন্ধুতা...
শৌভিক বণিক


মূর্খতা,
অন্ধ বিশ্বাস চোখের সামনে আলো জ্বাললে 
আমি ক্রমাগত অন্ধকারে ডুবে যাই
প্রিয় মুখ ঝাপসা হয়ে আসে...

বৈরিতা ভাঙছে স্বভাব সিদ্ধ আলো
উন্নাসিকতার পাঠ নিচ্ছি দিবানিশি
ঠুলি পড়া চোখে খুজছি শত্রু-বন্ধুর ফারাক
বিস্বাসের ভেতর দীর্ঘ হচ্ছে সন্দেহ
সুপ্ত মৃত্যুকাল প্রকট হচ্ছে ক্রমশ
ক্রম ভাঙছে দেশ-কাল
সম্পর্কের ভেতরবাড়িতে বাসা বাধছে ভয়
প্রিয়মুখ ঢেকে যাচ্ছে মুখোশে...

1 comment: