Friday, January 8, 2021

দুয়ার

সুভান



মনের ঘরে দুটো দরজা থাকে,

একটি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার..

অন্যটি ঘরে ফেরার...


ইদানীং দুয়ারের দিকে তাকিয়ে থাকতে থাকতে

গোলাপের মতো সন্ধে ঝরে পড়ে শুকনো মাটিতে।


হাতের মধ্যে লুকোনো থাকে কাঠের নোঙর...

তিনখালের একটি আমি লুকিয়ে রাখি চোখে

অন্য দুটিতে রাখি বিরহের সাদাহাঁস ও ময়াল।


জল তো আর বন্দর নয়, জীবনের দিকে তার স্রোত।

জীবনের কাছে গিয়েই তার ডুবে থাকা বিস্ময়...

সমুদ্রবীজ থেকে সফর আর নুন 

আলাদা করা যায় না বলে আমি ভাসমান মহল্লার

খোঁজ কাউকে জানাইনি। 


সূর্য জলে এসে বসে এখানে। জলের সঙ্গেই

তার সহবাস। আমি গাছ লিখতে লিখতে এতকাল

খেয়ালই করিনি। সবুজ নয় শুধুই ধূসর লিখে গেছি।


No comments:

Post a Comment