মনপদাবলি ১
কৌশিক চক্রবর্তী
মন বললে তো সেই একটাই
তরুছায়া অনেকগুলো হতে পারত
আবার কিছু না-ও
শূণ্য তার সমস্তটা নিয়েই জলে ভেজা।
আয়নায় মুখ না দেখলেও
এই তোমার আরতিগান
টুকটুক
তুলে নিলাম পাড়ভাঙায়।
তুলো মুড়লেও
হঠাৎ হঠাৎ শহর পালায়
ঝিকমিক মনখারাপে
ফিরে আসার বাঁক এদিকে একটাই।
হাসি তার সাইকেল নিয়েও লাইন কাট করে কোথায় মিসিং
গড়িয়ে আসতে গিয়েও
সিঁড়ির কমলায় দুটো মানুষ
বিরতির সেইসব ফাঁকে ফাঁকে তখন
নতুন নতুন সর্বনামে
চান করে নেয়...
No comments:
Post a Comment