Friday, January 8, 2021

 মৃত্যুর কবিতাখানি


পৌলমী গুহ



শেষ অথবা শুরুর দিকে এগিয়ে যায় উন্মুক্ত জঙ্ঘা।

একটি গভীর চোখ টগবগ করে ফুটে ওঠে ডালে।

ধুনোবাতাসে খাবি খায় কচুরিপানাসম পিঠ,

গভীর গভীর কিছু দুঃখকে দানাপানি দিয়ে কাছে ধরে রাখি।

একটি নারীজনম ধীর পায়ে টিলা বেয়ে নাভি অবধি ব্যর্থ হয়।




জলের গায়ে সারি সারি শৈশব ভাসে।

ফ্ল্যাশটানার মিউজিক শেষ হলে,

পতনের পাশাপাশি চোখ মেলে শুয়ে থাকে

অবিকল হংসিনী মুরতি।



আদরের প্রলাপ


কথা রাখারাখি পুরোনো হয়ে গেলে,

বেজন্মা কথাগুলো হাওয়ায় ওড়ে।

কখনো ঘর ভেঙে গেলে বুকের বদ্বীপ

স্রেফ খুন হয়ে যাবে বলে জেগে থাকে।


No comments:

Post a Comment