দৃশ্যের বাইরে
-তন্ময় ধর
১।
যেন পৃথিবী ও পৃথক মাংস তুলে রাখা আছে আভাসে
অভ্যাসে আলোর পা
আঙুলে অধিক ঈশ্বরজল
দৃশ্যঝিনুকের ভিতর ছদ্মবেশ হারিয়ে ফেলছে সমুদ্র
ঢেউ নামক প্রবল অস্তিত্বের দিকে চলে গিয়েছে স্মৃতিহীনতা
শঙ্খচিলের নখে একে-একে শব্দ নেমে আসে
ফেনা
২।
নীল একটি রঙ এখানকার সংসার
অজ্ঞাত প্রাণের আলোশিশ্ন অন্ধকারে বোবা প্রশ্ন
সংজ্ঞাহীন এক ঢেউ
তন্ময়তা অনেকক্ষণ ভেসে গেছে জলে
তুমি কি শুনেছো কিছু
বিশৃঙ্খল অনন্ত পতনে?
No comments:
Post a Comment