এ যুগের কালী
সুকান্ত গোস্বামী
পৃথিবী হয়তো ভুলে গেছে তোমার আশীর্বাদ।
হয়তো মানুষও ভুলে গেছে ,তোমার অহংকার।
মানুষ মনে রাখে না সৃষ্টি- ধ্বংস,
সে শুধু বোঝে আপন স্বত্ব।
তবে তুমি কেন দিতে চাও সীমাহীন প্রেম?
কেন ফিরে যেতে চাও ধরা তলে!
ভুলেছো কী অতীত তুমি?
পাষন্ড শিকারীদের দল-
কিভাবে খুবলে খেয়েছে তোমার জাতি -মান- ধন।
আক্রমণ করেছে তোমার শরীরে লক্ষ লক্ষ পিপাসু
সৈনেরদল।
এবার তুমি থামো।
বলো আর নয় প্রেম-ভালোবাসা-স্নেহ
দৃপ্ত কন্ঠে খড়্গ হাতে বলো -ওরে চিল, শকুন
আয় তোরা ,
বস্ত্রহীন কালীর জন্ম দেখ্ যুুগে যুগে ।
এসো আমার সমস্ত শরীরের মোহময় রুপের
কোমলতাকে খেয়ে ফেলা ধার্মিক ।
তোমাদের পুরুষাঙ্গ কেটেই বানাবো
আমার বিজয়মালা।
No comments:
Post a Comment