বন্ধু
সঞ্জীব সেন
জানালাগুলো ডাকে না আয়
বিছানাগুলোও চুপচাপ শুয়ে
পাঁচ দিন আগেও ডেকেছিল তারা
সকাল সন্ধ্যায় দরজায় টোকা দেয়
একটা সুকোমল হাত
দূরে থাকা মানে দূরে রাখা নয়
একটা মনখারাপ জানালায় বসে
তাই দেখে গাছটির দুঃখ হয়
তার মন ভোলাতে নিচু হয়ে হাতটা বাড়িয়ে দেয় ।
গাছেরা জানে স্বপ্ন ধূসর হলে প্রকৃতি বন্ধুপাতায়।
No comments:
Post a Comment