Tuesday, January 5, 2021

 


জীবন যে-রকম
দীপঙ্কর দেবনাথ


এই সেই সময় আমি কোনো অন্ধকার গলির ভেতর কুয়াশার মতো ঢুকে যাই। 

তুমি গর্ভগৃহ ব-দ্বীপ। চরাচরে নতুন সভ্যতার নাম লেখাও।
তোমার সাথে আমার ঢের তফাৎ। তুমি এগিয়ে গেলে ভবিষ্যৎ!

আমি পূর্বজন্মে ফিরতে চাই আবার। আজকাল ঘরের ভেতর মাছ চাষ হয়। জীবন টিপকলের মতো, খোঁড়াতে থাকে। 

কি অজুহাত দেব আমি! আমার অসুখ দেবতার শরীরের মতো উজ্জ্বল। বরং তাকে যতদিন আয়ু সহ্য করতে বলি।

 যে মানুষ সচরাচর রাস্তা হাঁটতে পছন্দ করে না, হতে পারে সে বুকে ভর দিয়ে পৃথিবীর সব গন্তব্য খুঁজে যাচ্ছে।

 এভাবে অনেক দূর পিঠে সফলতা বিফলতা বয়ে যেতে যেতে সব শেষ হয়।  




No comments:

Post a Comment