Friday, January 8, 2021

পূজারী

তপোব্রত মুখোপাধ্যায়


মণিমুখে রাখো শব্দ, স্থির
ওঁ ঋদ্ধ্যতাম, এরপর আসীন হবেন দেবী হৃদয়ে
প্রাণ ও প্রণয় এক-তারে বেঁধে, রুদ্র, নামো পথে
ঐশ্বরিক আদেশের আগে প্রশ্রয় রেখে যান নাগ
গণিতে সরল আশ্রয়, অথচ কাঁটাতারে
ভাগ হয়ে পড়ে থাকে মাখা ভাত, জলটুকু

মণিবন্ধে মাথা রাখো, স্থির। শোনো,
স্নেহ ডাকে, প্রেম
হৃদয়ে গভীর শব্দ, নাগপাশ পার করে
উঠে আসা স্বর প্রাণাঃ, ইহা গচ্ছঃ, ইহ স্থিতঃ
মৃত্যুর পাশ থেকে ডেকে যায়...

-

No comments:

Post a Comment