অনিন্দ্য রায়
____________
সকাল
•
সকাল সাড়ে সাতটা
ডুরে-জানলার পাশে কালশিটে গায়ে রোদ পড়ে আছে
আর তার মনিবের মতো এক আরামকেদারা
দৃশ্যত শরীর— স্পর্শের চাহিদা মতো হাতল ও উত্তল পিঠ
কাঠ, আদি বার্নিশের গন্ধ, একাকীত্ব, ঘোর
মনে পড়ে মধ্যতিরিশ
বসি পর্দা টেনে, হাতে মান্দেলস্তাম
পা থেকে পোষ্যটি যত সরে যায়
কোনও মুমূর্ষু কবির লেখা মনে রাখার দায়িত্ব আমার ভেবে বিচলিত হই
বিকেল
•
বিকেল পৌঁনে ছয়
বাঁধের পশ্চিমপাড়ে অর্জুনগাছের তলায় এসে বসেছেন
বাঁকুড়া জেলার গ্রীষ্ম
শ্রান্ত, কপালের ঘাম হাওয়ার গামছা থেকে নিঙরে তিনি হাই তুলছেন
আর বাঁশঝাড় মরমর করে উঠছে
হাঁসের পেছন-পেছন-ছুটে-আসা আদুড় বালক হঠাৎ দেখল
ঝোপের ভেতর আকাশে ওঠার আগে চুল আঁচড়াচ্ছে লক্ষ্মীট্যারা চাঁদ
আমরাও খেলা ছেড়ে ওদিকে এগোই
আমরাও কবিতা লেখার জন্য অন্তত একবার
মঙ্গলকাব্যের মাঠে ঘুরে আসতে চাই
No comments:
Post a Comment