কাঙাল হয়ে যাই
পার্থ সারথি চক্রবর্তী
অক্ষরগুলোকে বাগে আনতে চাইছি,
সেই ভোরবেলা থেকে, প্রাণপণে
কুণ্ডলী পাকিয়ে ধোঁয়ার মত উড়ে যাচ্ছে
মিলিয়ে যাচ্ছে বাতাসে, নিমেষে।
বাইপাসের ধারে ঘাঁটি গেড়েছি
হাতের মুঠোয় পুরে নেব বলে।
কুয়াশা ঘেরা রাস্তায় একাকী গাছ
আমার সঙ্গী হলো নিঃস্বার্থভাবে।
পাতা, ডালপালা প্রসারিত করল।
প্রবল ঢেউ খেলে গেল আমার হৃদয়ে
ঋণমুক্ত হবার জন্য কাঙাল হয়ে যাই।
ভোর থেকে সকাল, এই সময়টায়
এক নতুন রূপ পাই, শিহরিত হই;
চোখের জলে তোমার পাতা ধুইয়ে দেই-
চোখের জল ফেলেই আমি কাঙাল হয়ে যাই।
শিউলির গন্ধে বুঁদ হয়ে, আকাশে মুখ গুজি।
No comments:
Post a Comment