আমার কোনো গন্তব্য নেই
শিপ্রা পাল।(লাভলী)
মাটিতে দাঁড়াও একবার———
যতোটা আকাশ দেখা যায়, তার চেয়েও প্রশস্ত গভীরে
খুঁজে পাবে অস্তিত্বের নীরব পদাবলী
সেখানে মিশে গেছে একটি কাব্যময় ফটিকের পাণ্ডুলিপি!!
হয়তো আমার মতো দেখবে না কেও——
সেই অনাদি থেকে অচেনার জোনাকি হয়ে খোঁজা
অথচ সবটা এবং সবটা-ই তুমি চিনেছো আমায়
যদি আয়নায় দেখতে প্রতিচ্ছবি, এক সমুদ্র নোনা জলে ডুবে যেতে!!
হেমন্ত সন্ধ্যায় বিষের সুখ কুড়াতে
যা বলার ছিলো, বলা হলো না
তখন তোমার ভীষণ ব্যস্ততার অজুহাত, তখন আমার বাড়াবাড়ি জ্বর
বন্দী সহবাসে অভিশাপ আর কিছু সময় বাহিত সর্বনাশ!!
অপেক্ষারা নদী হতে পারে না——
কেবল-ই জমতে থাকে, আর হৃৎপিণ্ডের মরা চরে বালুকাভূমি
ধূ ধূ প্রান্তরে তুমি ছুটছো, না ছোঁয়ার অসীম দিগন্তে
সীমান্তে কাঁটাতার, আমার কোনো গন্তব্য নেই!!
No comments:
Post a Comment