বদল
প্রসাদ সিং
এখানে ঈশ্বর পাল্টে যায় দানবাক্সের আয়তনে
ভিআইপি দর্শন , সাধারণ দর্শন
মাঝেমধ্যে দর্শনের দর্শনটাই বুঝি না
আসলে ভক্তি বা বিশ্বাস সব প্রয়োজন মাফিক
প্রয়োজন শেষে ঈশ্বরের দৌড় ঠাকুর ঘর পর্যন্তই
তখন মানুষ ডগ আর গড থিয়োরিতে ব্যস্ত
ঈশ্বর দেখা দিতে ভয় পান খুব
কারণ মানুষ যাকে জেনে যায় তাকে ভয় করে না
মানুষ খুব বেশীরকম বিস্মৃতিপ্রিয়
ঈশ্বর ঠিক একটা মোমবাতির মতো
অন্ধকারে বসে আলোর আভাস দেন
আর তার পদতলের অন্ধকারে মানুষের বাস
No comments:
Post a Comment