দিকশূন্যপুর
রুদ্র সান্যাল
একদিন ঠিক পৌঁছে যাবো দিকশূন্যপুরে।
যেখানে বাতাসে ফিস ফিস করে কথা বলে,
ঝরা সময়ের দিনলিপি।
শরীরী কিংবা অশরীরী যেকোন অস্তিত্বের মাঝে,
পরে থাকে বিমূর্ত স্বপ্নের চেতনা।
মনের গোপন সিন্দুকে এখন ধীরস্থির হয়ে,
বাস করে আমার আমি।
চেতনায় আঁধার নেমেছে সেই বহুকাল আগেই।
ধিকি ধিকি আগুনে পুড়ে ছারখার প্রাণহীন সময়।
মেঘ উড়ে চলে হু হু করে ঈশান কোণের দিকে।
চারিদিকে কালবৈশাখীর রুদ্র তান্ডব।
ফুসফুসে বিশুদ্ধ অক্সিজেন ভরে নিজের শৈশবে,
ফিরতে চাই অন্তত আরো একবার।
নিজের বুক চিরে করেছি অনেক ভুল।
এক অসম্ভব জ্বালাময় আত্মহনন।
একদিন ঠিকই পৌঁছে যাবো দিকশূন্যপুরে।
যেখানে কথা হবে ঝরা সময়ের দিনলিপির সাথে,
অন্তত একবার.....
No comments:
Post a Comment