Monday, October 26, 2020

 অনন্ত এক খিদে

সুমন মল্লিক




এই ভ্রম-সিন্দুকে সযত্নে গুছিয়ে রাখি
ঋণ আর একেকটা ক্ষুধার্ত দিন৷

কতটুকুই বা দূরে যেতে পেরেছি আমি!

প্রতি রাতে স্মৃতির দরজার সামনে থামি–
আত্মাকে প্রবেশ করিয়ে 
চুপচাপ বিছানায় ভস্মের আল্পনা আঁকি৷

সময় আমাকে কিছুই দেয়নি,
ঋতুতে ঋতুতে শুধু দিয়ে গেছে ফাঁকি৷

তবু দ্যাখো, অনন্ত এক খিদের ভেতর
বিগ্রহহীন উপাসনা... শাস্তি ও শান্তি...

কতগুলি দিন কেটে গেল উপস্থিতিহীন,
তবু ক্ষুধার্ত আমি, ক্ষুধাই লিখি রাতদিন৷   

3 comments: