Tuesday, October 27, 2020

বিষয় ভিত্তিক নয় 

নীলাদ্রি দেব 



ক্ষুধা নিয়ে কবিতা লিখতে বসে 

  বারবার হারিয়ে যাচ্ছে বিষয়, যাবতীয় অক্ষর 

আগুনের পাশে শুকোতে দিয়েছ ঘি-এর শিশি 

খই উড়ছে বাতাসে 

হাই তুলতে না তুলতেই 

                            পাল্টে যাচ্ছে ব্রেকিং নিউজ

আর অট্টহাসির ভেতর দিয়ে 

      বাইপাস খুঁজছেন শাসক 

খিদে ওদের কাছে অস্ত্র 

এবং বর্মও 

প্রাইমটাইমের হ্যালুসিনেশন নিয়ে মাথাব্যথা নেই

তবু ব্যালট আর বুলেটের মাঝে 

                  চকচক করছে অপ্রত্যাশিত চিৎকার

মুখোশ জড়িয়ে রাষ্ট্র ভালই ছিলেন 

আরও কিছু চাপিয়ে এখন অনেকটাই নিরাপদ

প্লিজ এবার মেনে নিন, 

                       আপনি মুখ দেখাতে পারছেন না 

শুকোতে শুকোতে ফল প্রকাশের আগেই 

                       উঠে গেছে ভোটের কালি 

অথচ প্রতিটি সেকেণ্ডে বীভৎস শুকিয়ে আসছে

                   বিশ্বাস, স্বপ্ন আর আস্ত একটা দেশ


No comments:

Post a Comment