Monday, October 26, 2020

 এইমাত্র

মিতালি চক্রবর্তী


আসলে আমি ভিনজন্ম পালন করি অনভিজ্ঞ আস্কারায়,,,

বৃন্তহীন পলাশ বিক্রেতা গ্রেফতার হয়েছে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে;

অস্তিত্ব সংকট সমাধানের কাগজপত্র আগুনে পুড়ে উত্তাপ বিলিয়েছে শিশুখাদ্য প্রস্তুতিতে!

আমরা কাজের জন্য হাত ধরেছি
ভাতের জন্য পা বাড়িয়েছি,
আর বক্তব্য ‌পেশ করেছি।

অবমূল্যায়ন আধখানা রুটি হয়ে
হাতছানি দিয়ে গেল আধপেটা খিদের গল্পের লড়াই আর স্যালুটের যুগল বন্দিশ,,,

তারপর কান্নারা চোখ মুছে বিদায়ী পাখির মত একে একে উড়ে চলে যাবে একদিন।
শোকসভা ভেঙে ঘরেফেরা মানুষেরা গেরস্থালিতে ফিরে নিকানো উনুনে ফের আগুন দেবে ধোঁয়ার গন্ধকে ছাপিয়ে যাবে গরম ভাতের মায়া,,,
এই বিশ্বাসটুকু হাতে রাখি শেষ সম্বলের মত। আর,,,
আলোরগল্পের নীচে একটা অন্ধকার ঘাপটি মেরে বসে থাকে সর্বগ্রাসী ছোবল আগলিয়ে,
চেনা হাতের মুঠোয় ভরাথাকে উপেক্ষার করুনা;
বানভাসি হয়ে যায়  বিশ্বাস,
সারিবদ্ধ হয়ে দাঁড়ায় প্রবঞ্চনা এবং সম্পর্কের জোড়াতালি ‌।
অসম্পূর্ণ তালিকা  হাতে ঘুরে বেড়ায় কিছু হাটুরে ,
ভাঙা হাটের বিকিকিনি জমেওঠে।।

No comments:

Post a Comment