Tuesday, October 27, 2020

 আদিতম স্বর

শুভঙ্কর পাল 



যখন ভবিষ্যৎ শব্দের ভিতর হেঁটে যাই 

আদিতম স্বর পেড়িয়ে আসি প্রথম অক্ষরের কাছে 


যখন নীরব শব্দের ক্ষেতে ফসল  ফলাই 

আমি আসলে শব্দের ফসিল পোড়াতে থাকি 


যখন শব্দেরা আমাকে হারাতে থাকে 

আমি দেখি অনুভবের জানালায় আদিতম স্বর জেগে থাকে  ।

1 comment: