Tuesday, January 5, 2021

 ছায়াবৃত্তে জেগেছে কুসুম 



উত্তম চৌধুরী 

ছায়াবৃত্তে জেগেছে কুসুম 
আমিও জেগে উঠতে চাই, 
আমাদের অতিপ্রিয় ঘুম 
ছোট্ট হতে হতে বনসাই।

যে আলোকে অন্ধকার আসে
আমি তার প্রথম দোসর,
অপসূর অনুসূর খেলা 
চোখ মেলে দেখেন ঈশ্বর।

জলশব্দ বায়ুশব্দে লীন
ডান বাম বৃত্ত সমতল
চোখ মুখ আবর্তিত মুখে,
উল্কাপাতে আলোকিত নদী
পারম্পর্য ধরে ঘণ্টা পল
জানালায় ঝোলে অন্তহীন।

No comments:

Post a Comment