Tuesday, January 5, 2021

 নামহীন লেখাগুলি

দেবাশিস মুখোপাধ্যায়

১.
রাত্রির জন্য কিছু ফেলে রেখেছি । 
পুড়ে যাওয়া একটি সাময়িক ব্যাপার। ছাই কত জন্ম দেয়। বিশ্বাস করো। শেষ থেকেই শুরু হয়। 
২.
কাউকে ডাকতে হয় না কোনোদিন। শুধু অপেক্ষায় থাকো। 
উপেক্ষা করো ভ্রুকুটি। দৃঢ় পায়ে
তারা আসছে। একটু সঙ্গ দিলে সংঘ গড়ে ওঠে। 

৩.
ধ্যানের ভিতর টুকরো টুকরো দৃশ্য। 
শান্ত কখন অশান্ত। ক্ষোভগুলি কখন ক্রোধ। এক অবিশ্রান্ত মিছিল। মিথ আর মিথ্যা ভাঙবার
পর অনন্ত সত্যের দিকে ধাবমান। 
মানুষের কাছে যেতে ইচ্ছে জাগায়

৪.
আমি ঘুমিয়ে গেলে তুমি দেখতেই
থাকো। স্বপ্ন চোখে আঁকা। এই অসুখের পৃথিবীতে ভালো কিছু
ভাবনা জড়ো হয়। খুব করে আঁকড়ে ধরো। ধরিত্রীর গভীরে সুপ্ত
আনন্দ। স্রোতে ফেরো

No comments:

Post a Comment