Friday, January 8, 2021

শৌভিক কুণ্ডার কবিতা 

অভ্যেস 



বস্তুত অভ্যেস জুড়ে ছুঁড়ে দাও
"কেমন আছেন? " অথবা, "ভালো তো?"
আর উত্তর না জেনেই হেঁটে যাও নিজস্ব দ্বীপের ঝিনুকে।

অথচ আমি তো হাত বাড়ালামই,
কাঁধ ছুঁয়ে বলবার ছিলো,  "আহা! তুমিও কেমন?"
বলতে চেয়েছি, "জানো, কাশবনে আর নেই বালিহাঁস 
প্রজন্ম পেরোনো ঘাসও
চুপ হয়ে গ্যাছে। "
এইসব গুঁড়ো কথা শুনবে না বলে
তুমি চলে যাও
প্রশ্ন ধুলায় থাকে স্রেফ অভ্যেসে।




পাহাড় 


একটি রঙের গল্পকথা লিখতে চাইছি বলে
টুকরো টুকরো পান্ডুলিপি দেরাজ ভরে রাখি
হারিয়ে ফেলার ভয়ে
শব্দে শব্দে প্যালেট সাজাই উন্মুখ প্রত্যয়ে।

পাহাড়, আমি তার দিওয়ানা 
পাহাড় বনতে চাই
বৃষ্টি দামাল, ধ্বস নেমেছে
স্বপ্ন ভরে ছাই

পাহাড়রঙা গল্পকথা খাদের মুখে বাঁক
ফ্রেম ছাড়িয়ে চুল এলিয়ে একলা জেগে থাক।

No comments:

Post a Comment