Tuesday, January 5, 2021

 

প্রনব রুদ্রর কবিতা (গুচ্ছ কবিতা)

অরণ্যে ধূসর ফুল


জীবন এমন এক অপঠিত বই যার
ইচ্ছে এবং মূল চরিত্র প্রায়ই সব জানা 
তথাপি তার সব বাঁকগুলো বোঝা যায় না 
হিসাব বিভাজন সমীকরণ মেলেই না।

ঘাস মাড়িয়ে চলে যায় জীবন্ত কষ্টগুলো 
ঘাস জুড়ে থাকে ছোটদের, ছোট প্রাণীদের
জীবন নাড়িয়ে যাওয়া অসংখ্য ডালপালা।

আমার সমস্ত দেহে চেনাশোনা কত ভুল
ভালোবাসা নয়, ভুল পাপে বাড়ে কষ্টদল।
উত্তরণ পথ একদম পরিচিত নয়
আস্তে ধীরে খুলে যাচ্ছে সম্পর্কের প্রচলন। 

ছেড়ে দিয়েই ভালো থাকতে শিখে যাচ্ছে মন 
জীবন তোমাকে আকাশ থেকে পাখির চোখে
এক পলকে পুরো দেখার বড়ো শখ হয়। 


###


সুখ নেই সংসারে 

রোদের গায়ে রোদ না জ্বললেও মিথ্যে সত্য শুষে নিতে পারে।
সম্পর্কের অভিমানী শীত কিছু উষ্ণতা গোপনে বুকে রাখে
বিকেলের নরম বারান্দা পাল্টায় আগ্রহ, নির্বিকার মন।

সত্য লুকানোতে বিষে জ্বলে যাচ্ছে সংসার যাপনের মিষ্টতা
অন্তর তো জানে নিজের ও অন্যের সততা কতটা ফুলেল।

দিন দিন ফুল ফুটে সুখকে বিস্বাদ করে ঝড়ে যায় সব
কুসুম বাসনা জীবনের প্রেম কাউকেই বিশ্বাস করে না
আয়ু শেষ করা মিথ্যা আশ্চর্যরকম প্রভাব খাটায় পথে।

কিছু মানুষ বিজ্ঞান জ্ঞানে তর্ক করে না, করে মুর্খামি নিয়ে
ঈশ্বর জানেন কত ব্যথা বুকে শুয়ে থাকে আমার বিছানা।

সুখ মেয়েটির নাম যদি হয়, এখন বুঝতে পারি তবে
মনোরোগ মনেরই তার, মেয়ে সম্পর্কে মিথ্যই বড়ো গল্প।

যারা পুঁতে দিয়েছে মাকাল ফুলটি শুধুই প্রতারণা জানে,
একদিন আপনত্ব ভুলে জনশুন্য ঘরে বায়ুই তাদের
নির্মম ব্যঙ্গতার যাবতীয় যন্ত্রণা দিয়ে পাগল বানাবে। 

###


ঝড়ো দুপুর 

খাবার যেন উগ্ লানো বমি, পাতা শূন্য গাছ ফলহীন;
পেছন ফিরে আছে শীতল দুপুর, হাতে রক্তদাগ!
সমস্ত পান্ডুলিপি প্রেমিকার ঋতুকালীন লাল
মিথ্যে আদতে বাড়তে থাকা মাকড়সার জাল।

নানাবিধ অপূর্ণতায় ঘরে ঝুলকালি
নুন জীবনে ভাঙা একাধিক শুন্যতা
কোনটা যে মৃত্যুর সহজ উপায়- দড়ি না বিষ?
কোনটা বাঁচার বীজ- ভালোবাসা না প্রতারণা?

দৃশ্যত্ব আড়ালের ঝড় চোখের মাপকে বিদেহী
নিপুণ নির্মাণে বিখ্যাত হবো বলে আয়না দেখি না আর 



No comments:

Post a Comment