Friday, January 8, 2021

তুমি ঠিক তখন

শৌভিক রায়

(লিওনার্দো কোহেনের কবিতার ছায়ায়)

এই যে হাসছ কিংবা দৌড়চ্ছ অথবা খেলছ
কিংবা ধরা যাক নির্বিঘ্নে দিন কাটাচ্ছ,
নিজের মতো

কেমন লাগছে এতে?

কখনো আমার দিকে তাকাচ্ছ
চুপিসারে ঠোঁটে ঠোঁট রাখছ 
অনুভব করছ আমাকে, আমারই মতো

ভাল লাগছে এতে?

দিনরাত এই বসে থাকা,
বসে বসে দিন মাপা, রাত মাপা
কিছুই করতে না হওয়া

মানতে পারছ তো সব?

একবার এই ঠোঁটে ঠোঁট রাখা
আশ্লেষে গভীরে চলে যাওয়া,
গভীর হলে, এতটা গভীর হলে,
সহজেই চলে যেতে পারি

চারপাশে সুখী সব,
তোমার চারপাশে,
তুমি নিজে অনুভব

চলে যেতে পারি
গভীর থেকে উঠে এসে
একেবারে চলে যেতে পারি...

যদি যাই
বাঁচবে তো তাতে
তুমি!

ঠিক তখন?

No comments:

Post a Comment