Tuesday, January 5, 2021

 ঝড়

 নীপবীথি ভৌমিক



  মাঝে মাঝে ঝড় ওঠা ভালো!
    খুলে যায় মুখ আর মুখোশের দূরত্ব     অবলীলাক্রমে

    এই যে ভরা শ্রাবণ এখন,
   অথচ অকাল  বৈশাখী  আকাশ এসে থমকে দাঁড়ায়   চৌকাঠ থেকে চৌকাঠে!

      ঝড় উঠবে জানি এবার। প্রবল ঝড়।
  উলটে পালটে যাবে সব মৃত্যুমুখী হাহাকার
    ঘরদোর ভাসিয়ে...

      মাঝে মাঝে ঝড় ওঠা ভালো,
           এই শ্রাবণেও ;
   সেতু ভেঙে যাবে ছায়া থেকে ছায়ার অবয়বে
       ‌‌  দীর্ঘ বিরতিহীন বর্ষা নিয়ে ।

      ‌‌তবুও কি আর ছেঁড়া ঘর সেলাই করা যায়
    বলো, মেঘের সুতো দিয়ে !

No comments:

Post a Comment