Friday, January 8, 2021

হয়ত 
নীলাঞ্জন সাহা 


হয়ত আমি তেমন কিছুই বলছি না
তবুও আমি চলতি হাওয়ায় চলছি না।
হয়ত আমি সবুজপাতায় সবুজপোকা
হয়ত আমি তোমার চোখে ভীষণ বোকা
কিম্বা হয়ত খুব সেয়ানা, বেড়াল ভিজে
হয়ত আমি ঢাকটা পেটাই নিজেই নিজের।
হয়ত আমি দূরেই তবু তোমারই কেউ
যেমন নদীর স্রোতের মাথায় খুব চেনা ঢেউ
কিম্বা হয়ত নিজেই একটা আস্ত নদীস
নৌকো হতাম যাত্রী তোমায় পেতাম যদি!

হয়ত আমি পূর্ণচ্ছেদের আগের কমা
সুদ-আসলে স্মৃতির শুধুই বাড়ছে জমা
কিম্বা হয়ত কলসি ফাঁকা বাজছি বেজায়
ভোরেরবেলা স্বপ্নে তোমার হঠাৎ কে যায়?

ভোরেরবেলা স্বপ্নে তোমার আজও কে যায়?

1 comment:

  1. খুব সুন্দর। নীলাঞ্জন। সুন্দর তো হবেই।

    ReplyDelete