Tuesday, January 5, 2021

 শূন্য 


অমিত দে



কথার পিঠে কথা এলেও পরের কথাটি সহজ নয়।

যদি বলি আত্মহত্যা, তুমি বলবে মহাপাপ —অথচ সে 

এক সুতীব্র হাহাকার। যদি বলি পরাজয়, তুমি বলবে

বিজিত —সে এক মরুভূমির তৃষ্ণা। যদি বলি মগ্ন, তুমি বলবে 

চিরকালীন —কিন্তু সেও তো আলো আবার অন্ধকার। 


যদি বলি শূন্য!

তুমি বলবে অপার।


অথচ তারও আছে বৃত্তের অধিকার। 


No comments:

Post a Comment