Friday, January 8, 2021

 অর্ক চট্টোপাধ্যায়ের কবিতা 


১) 

মধ্যিরাত আর মধ্যিবয়স
বাড়িয়ে তোলে আত্ম-সন্দেহায়ন।।
নখের দর্পণে যার ছবি ভেসে ওঠে,
সে আমি নই, ছিলাম না কখনো!  

২)

স্মরণ যখন শ্রবণ হয়ে ওঠে,
মনে হয় সবাই জানে
বাড়ি থেকে বেরিয়ে কখন
চৌরাস্তায় গিয়ে দাঁড়াবো।
দেখতে আসবে সকলে,
আর না দেখেই চলে যাবে,
শব্দ হয়ে, স্মৃতি হয়ে,
রয়ে যাবে,
লোহিতরক্তকণিকা।।

৩)

একা মানুষের
সমবেতসঙ্গীত
ফুরোনো পর্যন্ত
ভরোসা থাকুক
বন্ধ দুয়ার খোলার।।

৪)

গানটা গেঁথে রয়েছে মগজে সারাদিন।
যতক্ষণ না মনে হবে,
যেটা গেঁথে আছে সেটাই তো মন।
মগজে গানের মতো গেঁথে থাকে,
সারাদিন সারারাত।


৫)

আলমারির বন্ধ দিকটায় তোর গন্ধ পাই
গন্ধ পাই বলেই খুলি মাঝে মাঝে,
ঐদিকটা।
গন্ধ পাই বলেই তো সবসময় খুলি না,
ঐদিকটা।
তুই বলিস,
গন্ধ বুজে আসে সময় ভর করলে
নতুন সংক্রমণেও নাকি গন্ধ উবে যায়
তাও আলমারির বন্ধ দিকটায় তোর গন্ধ পাই।।
আমি ফাল্গুনী রায়ের সৌন্দর্য রাক্ষস নই,
ভেঙে ফেলতে পারিনি 'প্রজাপতির গন্ধসন্ধানী শুঁড়' ।।

No comments:

Post a Comment