Sunday, August 5, 2018

শ্রদ্ধা চক্রবর্ত্তীর কবিতা 
চাহিদা
 

বারবার কেবল ভাঙে আর গড়ে 
শান্তনা খোঁজার কোন চাহিদা নেই 

সময়কে দোষ দিয়ে কি আর লাভ...
 কপ্টার থেকে যারা দোষ ছুড়েছিল তারা এখন উধাও 

তবু মগজে কিন্তু এখনও
লাল বেলুন বিক্রি করে
শীতের সন্ধ্যে...

কোন দিনও তোকে আর হয়ত পাবোনা জানি 

তুই
স্থির, আপেক্ষিক,গম্ভীর...
আসলে কি বলতো

ভালবাসার জগতে কিছু প্রাপ্তি যদি থাকে, তার নাম বেদনা।




আকাঙ্ক্ষা 


ভালবাসা দিলে কান ধরে টানতে হয়না
কোন বিজ্ঞান খাটে না

আধ্যাত্মিক অনুভূতি... 

আমার কাছে কবিতা ও তুমি সমানুপাতিক

 কবিতা আমায় কোথায় টেনে এনেছে দেখো
আমাকে সরু চোখে 
আততায়ী তৈরি করেছে... 
আমার প্রেম অন্ধকারেও 
এখন ইশারা শিখেছে
তীব্র আকর্ষণ 
তীব্র আকাঙ্ক্ষা 
কবিতা আমার কাছে প্রেম পুরুষ 
যার জন্যে বার বার চোখ খুলতে হয় শ্লীল- অশ্লীল এর কাছে...

No comments:

Post a Comment