Sunday, August 5, 2018


রাজশ্রী ব্যানার্জীর কবিতা 




শঙ্খচিল
------------



শঙ্খচিলের ডানায় শ্লথ হয়ে আসে রাত্রি,
রাত্রির বুক চিরে আর্তনাদ,
জীবন চুরমার ষড়যন্ত্রের কামড়ে ,
হেমলক স্রোত শিরা ধমনীতে ,
নীলাভো হয় শরীরী খোলস ,
থরে থরে অ-সুখ ,অশুভ আঁতাত 
মৃত্যু শুঁকে যায় জীবনকে ,
এরপরই আসে সেই প্রশ্ন,
মৃত্যু,হত্যা না আত্মহত্যা !!



নিষিদ্ধ ফল
------------------



সাদা কালো জীবনের দাগগুলো এক একটা বাঁক,
কুচো কুচো কাঁচের টুকরো যতই জড়ো কর-
প্রতিবিম্ব বিকৃত হবেই,
প্রতিটি দুপুর সরোবরের জলের মত স্তব্ধ,
অবহেলায় জন্মানো আগাছা সাফ করে ,
সেখানে স্বপ্ন বুনবো,
পাতাদের সালোকসংশ্লেষ শেষ হলে-
একটু ক্লোরোফিল ধার করে নিও ,
জীবনের মলিন দৃশ্যগুলো আবার সবুজাভ করব ,
সবুজ কালচে ধরলে আবার শেওলা জন্মায় ,
সীমারেখা থাকাটা খুব জরুরি,
সেটা পার করে নিষিদ্ধ ফল খেতে চেও না ৷

No comments:

Post a Comment