Sunday, August 5, 2018

কবিতা করিডোর , জুলাই সংখ্যা , ২০১৮

কবিতা করিডোর জুলাই সংখ্যা 


সম্পাদকীয় :
এ এক অস্থির সময় । অস্থির এই কারণে কখন বৃষ্টি কখন রোদ এ বলা মুশকিল । যদিও মূয়র পেখম মেলে দিয়েছে তবু যেন স্বস্তি নেই । মন জুড়ে কাজ করার ইচ্ছে প্রবল তবুও কেনো যেন সময়ে সব হয়ে উঠছে না । এই সংখ্যায় আড্ডার বিভাগটি না করতে পারার দায় নিজের ঘাড়েই নিচ্ছি । নিজের কোন লেখাও দিতে পারিনি । আলাদা করে বুক রিভিউ সেটাও হলো কই । শেষ পর্যন্ত দেরীতে হলেও জুলাই সংখ্যা প্রকাশ পাচ্ছে । একরাশ দুঃখ থেকে গেলো এই কারণে শ্রী  রমাপদ চৌধুরীর মৃত্যু আমাদের যেমন শোকাহত করেছে তেমনি শোক বয়ে নিয়ে এলো সদ্য প্রয়াত কবি নিত্য মালাকারের চলে যাওয়া । এই দুই ব্যাক্তিত্বই আমাদের মতো নবীনদের পথ দেখিয়ে চলেছেন । নমস্য , চির নমস্য তাঁরা ।
এই সংখ্যায় যাদের লেখা স্থান পেল তাদেরকে ধন্যবাদ জানাই । প্রসঙ্গত : উল্লেখ্য লেখা সংক্রান্ত সমস্ত দায় লেখকের ।  সম্পাদক কোন ভাবে দায়ী নয় ।
প্রতি সংখ্যার মতো সহ সম্পাদক সব্যসাচী ঘোষ খনন করিডোর এর দায়িত্ব পালন করেছেন । উত্তর পূর্বাঞ্চলের সম্পাদনা করেছেন রাজেশ চন্দ্র দেবনাথ এবং বাংলাদেশ বিভাগের দায়িত্ব পালন করেছেন ফারহানা রহমান । প্রত্যেককেই কবিতা করিডোর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ।
আর প্রচ্ছদ অঙ্কন করে সহযোগীতা করেছেন সমীরণ ঘোষ । বাংলাদেশ বিভাগে অলংকরণ করেছেন তপন দাশ ।

ধন্যবাদান্তে
শুভঙ্কর পাল
সম্পাদক : কবিতা করিডোর 

1 comment:

  1. এইমাত্র পেলাম শুভঙ্কর, পড়ে ফেলব।

    ReplyDelete