Sunday, August 5, 2018

সৌমিত্র সেনগুপ্তের কবিতা 
অবশেসন - ৪১


এভাবে কখনো মৌসম চলে যায় আঙুল ছুঁয়ে
ঘুমে লেগে থাকে গোলামচোরের লাচার স্বর
পিছল সামলে পুজোগাছের মৌনতায় দেখা 
ঝাপসা বিবাহবার্ষিকীতে স্নান সারে মানচিত্র
জেহাদ জানায় মোমদানের কাঁপা ছবিদের

দরজার খিল খোলে খয়রাতের দুব্বোঘাস
দশমিককের জায়গা নেয় চিবুকের তিল
অনুসন্ধান রাখে শুক্লপক্ষ খোলা তারানায় 
সালোয়ারে ফিরছে চাঁদনী নীলিমার গোধুলি
ক্যামেরা-প্যান কমিয়ে আনছে রাতচরিতে

ছিলিমের রাতেও বেপরোয়া নয় অনাহুতরা
ধোঁয়া কমে আসলে খুলে যায় তৃতীয় নয়ন
লালিমায় নামা সঙ্কোচ চেনায় মুসাফিরকে
ঘাসজমিনের বুখার মানসী হয় নিরালায়
ঢেকে রাখে পুরনো ক্যাম্পফায়ার ক্ষতদের

No comments:

Post a Comment