Sunday, August 5, 2018

উদয় সাহার কবিতা 



তটভূমি

তাঁর কাঁধের ব্যাগটায় ঝুলতে থাকে
শান্ত সোম
মেঘলা মঙ্গল
বিষণ্ণ বুধ

গন্তব্য বলতে একটা
আলোকিত আঁধার
কালোকিত বন্দর।

সে কথা বলেনা ;তাঁর চোখে রুদ্রপলাশ ;
হাতে ভারী বৃষ্টির ধারাপাত।
আমি তাঁকে সুভাষ মুখোপাধ্যায় পড়তে বলেছিলাম...

বুবুনদা-র দোকানে সবুজ গালিচার ডুয়ার্সের দিকে চোখ রেখে চা খাই এখন।
তিস্তা এসে আমার সনেটে আছড়ে পড়ে ... 


No comments:

Post a Comment