Saturday, February 24, 2024

 শোকচিহ্ন

দেবাশিস সাহা

সাপ রঙের রাস্তায়
পড়ে আছে এলোমেলো খই
কানা আধুলি আর ভাঙাচোরা পায়ের ছাপ

কে যেন এসে
আমাদের পাড়ায়
এঁকে দিয়েছে শোকচিহ্ন

হ্রদে নেমে
ভালোবাসা তছনছ করে দিয়ে
চলে গেলো একটা গোঁয়ার রাত

অজান্তেই একটা রাস্তা
এসে যায় ঘর পর্যন্ত
লালটুকু নিয়ে চলে যায়

চলে যায় চোখ ছাড়িয়ে

মিথ্যেগুলো পড়ে থাকে
সত্যের কঙ্কাল কাঁধে
হেঁটে যায় শ্মশানবন্ধু

শোক গায়ে ঘুমিয়ে পড়ে পাড়া



অসুখ

অসুখের ভিতর 
যাতায়াত করে অন্ধকার 

লালারস রক্ত-আমাশা

শাপ লেগে গেছে হাড়ে

দূরে দূরে সরে যায়
প্রিয় ছাদ 
বোগেনভোলিয়াকে জড়িয়ে জড়িয়ে 
সূর্যস্নান করে শালিখ দম্পতি 
পড়ে থাকে আত্মাহীন খোলস

এই অবসরে
খোলসে খেলা করে প্রিয় ঈশ্বর 

তুমি খোলস সাজিয়ে তুলছো
কান্নার অলংকারে
গোপনে পাচার করে দিচ্ছো অসুখ

অসুখের গভীরে 
নামহীন গোত্রহীন এক সুখ
যাতায়াত করে জন্মের পর জন্ম। 



ভৌগোলিক ভুল 


শোওয়ার ঘরে ঘটে যাওয়া 
ভৌগোলিক ভুল
টেনে বেড়াতে হয় বৃত্ত বরাবর 

পিয়াস জাগলেই
মনে হয় 
কোথাও জল খসছে

কেউ কেউ এই জীবনকে শরবত ভাবে
বোতাম খুলে রাখা রাস্তায় 
কার পায়ের ছাপ

হাসিটুকু মেখে থাকলে
গড়িয়ে গড়িয়ে আসে ভাত

সেলাই এঁকে চলে যায় প্রসব বেদনা। 

No comments:

Post a Comment