Saturday, February 24, 2024

 দীপান্বিতা রায়ের কবিতা

সহজ 

রোদটুকু দিলে,
অর্জন  এত সহজ তো নয়,
বলো সঙ্গত রাখি কোন রাগে !

 ঘোর বৈশাখ  দিনে,
এই নীল ধুপছায়া,
এই তুমি ছুঁয়ে যাও কত সংলাপে।


বলো সঙ্গত রাখি কোন রাগে,
যদি  অক্ষয় কিছু থাকে,
পূণ্য আলোর মতোন,

আমাকেও বিভাজনে দাও?
খন্ডিত এই আলো বিবরণী
কতটুকু ঘিরে আর আমার  যাপন?
 

স্পর্ধার অভিধানে  প্রকট ছুঁয়েছি
সাত্বীক  ব্যবধান হলে।
রেখেছ চোখে  কবেকার মায়া।


কেন বোধের আড়ালে,
তুমি ঘন হয়ে নীরবতা হলে,
বর্জন  এতো সহজিয়া?

No comments:

Post a Comment