Monday, June 21, 2021


ভয়সমগ্র - ৬ 

সোমনাথ বেনিয়া


Agoraphobia - Fear of public spaces or crowds

গ্রে ম‍্যাটারে থিকথিক করছে ভরসাহীনতা
নিজের উপর ভিড়দৃশ‍্যাবলী জাঁকিয়ে বসেছে
বিশাল এই পৃথিবীর মধ‍্যে সামান্য ফাঁক খুঁজতে হিমশিম
প্রকৃতির সমীকরণে সুযোগের সামনে সবাই
তবুও কিছু ক্ষেত্রে দূর ভীষণ ভালো লাগে
শূন‍্যের কোলে উদাসীন ভাবে পেরিয়ে যাও মাইলস্টোন
সময়ের ঘরে কোনো উৎকণ্ঠা নেই
হাত দুটো শুধু না-হয় প্রার্থনার জন্য থাকলো
একটু জায়গা করতে কত কথায় অভিধান নিঃস্ব
এই জনারণ্যে নিজেকে নির্বাসন দেওয়ার প্রয়াস বৃথা
বেশির ভাগের ভিতরে জাগে আহতপথ
শুকনো রুমালের উষ্ণতা ভিজে যায় দিন শেষে
গুমোটের ভিতর সমাধিবীজ অঙ্কুরিত হতে ঈষৎ কাঁপে ...

No comments:

Post a Comment